Bishra.com সাইটের Terms and Conditions
Bishra.com সাইটে আপনাকে স্বাগতম।
এটি একটি তথ্য কেন্দ্রিক ব্লগ ওয়েবসাইট। এর মাধ্যমে বাংলা ভাষা-ভাষিদের নিকট সহজে বোধগম্য হয়, দৈনন্দিন জীবনের এমন প্রয়োজনীয় তথ্য বাংলাভাষায় সরবরাহের চেষ্টা করা হয়।
আপনি Bishra.com সাইটে প্রবেশ করে ব্যবহার শুরু করলে আমরা ধরে নিব যে আপনি আমাদের terms and conditions এর সাথে একমত পোষন করেছেন।
এজন্য, এই সাইট ব্যবহারের পূর্বে এর terms and conditions গুলি ভালভাবে পড়ে নেওয়ার অনুরোধ করছি যা নিম্নরুপ:
- এই সাইটের প্রাইভেসি পলিসির সাথেও আপনাকে একমত পোষণ করতে হবে।
- এই সাইটের কোন কনটেন্ট আইনসিদ্ধ নয় এমন কোন কাজে ব্যবহার করা যাবে না। যেমন, কপি করে অন্য কোথাও প্রকাশ করা যাবে না।
- Contact form বা অন্য কোন ভাবে আমাদের সাথে যোগাযোগের সময় আপনার ব্যাক্তিগত তথ্য সঠিক হতে হবে।
- এই সাইটে অন্য কোনা তৃতীয় পক্ষের ওয়েবসাইটের পণ্য ও সেবা সম্পর্কিয় কোন লিংক বা বিজ্ঞাপন থাকতে পারে যা তাদের আইন সিদ্ধ নিয়মের মাধ্যমে পরিচালিত হবে। এজন্য তৃতীয় পক্ষের কোন সেবা গ্রহন করতে চাইলে তাদের terms and condition এবং privacy policy ভালভাবে পড়ার অনুরোধ করছি।
- আমরা bishra.com থেকে তথ্য সরবরাহ সংক্রান্ত বা সকল সেবা প্রদান যে কোন সময়ে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়ার অধিকার রাখি। এ বিষয়ে কারোও কিছুর বলার থাকবে না।
- আমাদের সাইট ব্যবহারকারি হিসেবে কেউ কোন অনিয়ম করলে তার account যে কোন সময়ে বাতিল হয়ে যেতে পারে। আপনি যদি terminate করতে চান, তাহলে আমাদের সাইটে প্রবেশ না করলেই হয়ে যাবে।
- আমরা যে কোন সময় আমাদের বিদ্যমান terms and condition মধ্যে পরিবর্তন আনতে পারি যা বাংলাদেশের প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক না হয়।
এ বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগযোগ করতে পারেন। ধন্যবাদ।