”Bishra” হাজির হল আপনাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনিয় তথ্য নিয়ে !

বর্তমান বিশ্বে যে কোন বিষয়ের উপর খুব সহজেই  তথ্য পাওয়া যায়। বিশেষ করে ইন্টারনেট প্রযুক্তির আবির্ভাবে ডিজিটাল দুনিয়ায় তথ্যের ছড়াছড়ি। তবে, আমাদের প্রিয় মাতৃভাষায় অনলাইন জগতে তথ্যের যথেষ্ট ঘাটতি রয়েছে। অনেক সময় সুনির্দিষ্ট কোন বিষয়ের উপর তথ্য খুজতে গেলে চাহিদামত সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য বাংলা ভাষায় খুজে পাওয়া যায়না। দেখা যায় অসম্পূর্ণ তথ্য বা কোন কোন সময় বিভ্রান্তিকর তথ্য।

এই সমস্য সমাধানের জন্য দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় এমন সব টপিকসের উপর সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহের লক্ষ্য নিয়ে ”Bishra” একটি অনলাইন ব্লগিং প্লাটফর্ম  হিসাবে ২০১৯ সালে তার যাত্রা শুরু করে।

তাই, একজন বাঙালি হয়ে বাংলা ভাষা ব্যবহার করে বাংলা ভাষার মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানোর লক্ষ্যে Bishra.com ক্ষুদ্র এই প্রয়াস গ্রহন করেছে ।

পরিশেষে, বেকারত্ব থেকে বেরিয়ে আসার জন্য যারা ব্যবসায়িক উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্যও রয়েছে নতুন নতুন বিজিনেস আইডিয়া।

আমাদের team এর দক্ষ জনবল যারা জীবন-ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আপনাদের সেবায় বিভিন্ন টপিকসের উপর আর্টিকেল লেখার কাজে নিয়োজিত রয়েছে।

Bishra সাইটের পোষ্টেগুলিতে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরার অনুরোধ রইল।