নামাজের সময়সূচি – এখানে ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগ ও জেলা শহরের নামাজের সময় উল্লেখ করা হবে।

সময় মত নামাজ আদায় করা প্রত্যেক ঈমানদার মানুষের জন্য মহান আল্লাহ্ তায়ালার পক্ষ থেকে এক ফরজ হুকুম। অনেক সময় ঘড়ি থাকলেও নামাজের সময় সম্পর্কে সঠিক ধারণার অভাবে ওয়াক্তমত নামাজ আদায়ে ভূল ত্রুটি হতে পারে। বিশেষ করে ফজর এবং মাগরিব নামাজের বেলায়।

এজন্য, আপনাদের খেদমতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি নিয়ে হাজির হলাম। এছাড়াও এখানে থাকছে,  দৈনিক সুর্য উদয় ও সুর্য অস্ত যাওয়ার সময়, রমজানের সময় ইফতার ও সেহরির শেষ সময় ইত্যাদি বিষয়ে তথ্য।

নিচে টেবিলের মাধ্যমে দৈনিকের তারিখ অনুযায়ি নামাজের সময়সূচি উল্লেখ করা হল। টেবিলে সবার উপরের বাম দিকে রয়েছে জেলার নাম যা আপনি এর ডান পাশের ড্রপ ডাউন মেনু থেকে পরিবর্তন করে নিতে পারেন।

নামাজের সময়সূচির গুরত্ব

আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, নামাজের বাহিরে সাতটি ফরজ এবং নামজের ভিতর ছয় ফরজ রয়েছে। নামাজের বাহিরে সাত ফরজের মধ্যে একটি হল ওয়াক্ত চিনে নামাজ আদায় করা। এর অর্থ হল যখন যে ওয়াক্ত নামাজ পড়ার সময় হবে তখন সেই ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। না হলে সময়মত নামাজ আদায় হবে না।

সময় মত নামাজ আদায় না হলে নামাজের একটি ফরজ নষ্ট হয়ে যাবে, ফলে নামাজ কাজা হয়ে যাবে।

নামাজের সময়সূচি