Bishra.com ব্যবহারের Privacy Policy
প্রাইভেসি পলিসি প্রযোজ্য হবে যখন আপনি bishra.com থেকে কোন পণ্য বা সেবা প্রাপ্তির লক্ষ্যে সাইটটিতে প্রবেশ করবেন তখন। আমাদের ওয়েবসাইটটি মুলত একটি ব্লগিং প্লাটফর্ম যার মাধ্যমে এখানে উল্লেখিত বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক টপিকসের উপর আপনি প্রয়োজনিয় তথ্য সংগ্রহ করতে পারবেন।
সাইটটি ভিজিটের সময় আমরা আপনার নিকট থেকে যেসব তথ্য পেতে পারি তা কিভাবে সংরক্ষণ করব, গোপনীয়তা কিভাবে বজায় রাখব, তথ্য গুলো কিভাবে ব্যবহার বা প্রক্রিয়াজাত করব, কোথায় এগুলো শেয়ার করব কিনা- এই বিষয়গুলিই এই প্রাইভেসি পলিসিতে অন্তর্ভুক্ত রয়েছে।
আমাদের তথ্যবহুল এই ওয়েবসাইটে প্রবেশ করে সেবা গ্রহণ করলে প্রতীয়মান হবে যে আপনি এই পলিসির সাথে একমত আছেন।
কি কি তথ্য আমরা সংগ্রহ করি?
সরাসরি বা প্রত্যক্ষভাবে:
আপনার কোন ব্যক্তিগত তথ্য প্রদান না করেও আপনি আমাদের সাইট ভিজিট করতে পারেন। যাহোক, আমরা ব্যক্তিগত তথ্য তখনই সংগ্রহ করি যখন আপনি স্বতস্ফুর্তভাবে প্রদান করতে রাজি থাকেন। যেমন, আপনি যদি আমাদের newsletter তৈরি করি তখন আপনি subscribe করার আগ্রহ প্রকাশ করলে তখন আমরা email address দেওয়ার কথা বলব। এছাড়া, যখন আপনি contact form, ইমেইল, ফেসবুক, টুইটার অথবা অথবা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে যোগাযোগ করবেন তখন আমরা অতিরিক্ত ব্যক্তিগত তথ্য চাইতে পারি। যেমন, আপনার নাম, ফোন নাম্বার, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি যা আপনাকে সঠিকভাবে সনাক্ত করার জন্য ব্যবহৃত হবে যাতে পরবর্তিতে আপনার সাথে যোগাযোগ করা যায়।
স্বয়ংক্রিয় বা পরোক্ষভাবে:
আপনার অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হতে পারে যা আমাদের সাইট ভিজিটের সময় আপনাকে সনাক্তকরণের জন্য যথেষ্ট নয়। যেমন, তা হতে পারে আপনার IP address, internet service provider, আমাদের সাইট ভিজিটের সময় ও তারিখ, আপনি কোন কোন page ভিজিট করেছেন, আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম, কি ধরণের ব্রাওজার ব্যবহার করেছেন ইত্যাদি। এর বাইরে আপনার ভৌগলিক অবস্থান সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হতে পারে, যেমন আপনি কোন দেশের কোথায় বসবাস করেন।
স্বয়ংক্রিয় তথ্য নিম্নলিখিতভাবে সংগ্রহ করা যেতে পারে-
- Web log data: এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনার কম্পিউটার বা ডিভাইসের এবং ওয়েব ব্রাইজারের কিছু সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা যায়। এজন্য আমরা কোন web log application ব্যবহার করতে পারি যা আপনার কম্পিউটারকে সনাক্ত করতে এবং আপনার অনলাইন কার্যক্রম সম্পর্কে ধারণা পেতে সহায়তা করবে।
- Cookies: আমরা cookies ব্যবহার করতে পারি। এটি হল ক্ষুদ্রাকৃতির কোন ফাইল যা ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনার সিস্টেমে সংরক্ষিত থাকে। এর মাধ্যমে আপনি আমাদের সাইটে পূর্বেও ভিজিট করেছেন কিনা জানা যাবে। যদি আপনি এ বিষয়ে সম্মত না থাকেন তাহলে আপনি ব্রাউজার সেটিং থেকে এটিকে refuse করতে পারবেন। এছাড়াও, cookies গ্রহন করা না করা আপনার নিজস্ব এখতিয়ারের বিষয়। আপনি আপনার কম্পিউটার থেকে এটি মুছেও ফেলতে পারবেন।
- Web becons: আমাদের স্বয়ংক্রিয় তথ্য সংগ্রহের জন্য আমরা সাইটের ওয়েবপেজে tags রাখাতে পারি যাকে web becons বলা হয়। এর হল ছোট আকারের ফাইল যা ওয়েবপেজ এবং ওয়েব সার্ভারের মধ্যে যোগাযোগ স্থাপন করে। ইহা ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা গননাসহ আরোও অনেক ধরণের কাজে ব্যবহৃত হয়।
এছাড়াও, আমরা google analytics এর মত কোন তৃতীয় পক্ষের সার্ভিসও গ্রহন করে ভিজিটরের পরিসংখ্যান সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি।
আপনার তথ্যগুলি আমরা কি কাজে ব্যবহার করব?
Bishra.com -এ ভিজিটরের সংগৃহিত তথ্যগুলি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, যেমন-
- আপনি contact us ফর্ম ব্যবহার করে কোন প্রশ্ন করলে আপনার দেওয়া ইমেইল ঠিকানায় এর উত্তর দেওয়া হবে।
- আমাদের পণ্য ও সেবার তথ্য আপনাকে পৌঁছে দেওয়া যদি আপনি অনুরোধ করেন, যেমন আপনি যদি newsletter গ্রহণের জন্য sign up করেন।
- আপনার নিকট পছন্দ হয় আমাদের সাইটে এমন কোন নতুন তথ্য বা টপিকস যোগ হলে।
- Tems of agreement এর কোন শর্ত পূরণের জন্য যোগাযোগের প্রয়োজন হলে।
- কমেন্টের মাধ্যমে কোন প্রশ্ন বা অন্য কোন বিষয়ে কিছু জানতে চাইলে।
- আমাদের সাইটের user experience এর উন্নতি সাধনের জন্য।
স্বয়ংক্রিয় তথ্য যেভাবে ব্যবহার করা হবে:
- আমাদের সাইটে ভিজিটরের সংখ্যা গননার কাজে এবং ভিজিটরগন সাইটটি কিভাবে ব্যবহার করে তা বিশ্লেষণের জন্য।
- ওয়েবসাইটের উন্নয়নের জন্য যাতে ইউজারগন অধিক আগ্রহের সাথে ভিজিট করতে পারে।
- নতুন কোন সেবা তৈরির কাজে যা ইউজারদের নিকট পছন্দনিয় হয়।
- কোন তৃতীয় পক্ষের বিজ্ঞাপন সম্পর্কিয় তথ্য যোগারের কাজে।
- এছাড়াও অন্য কোন বিষয় যা আইনসিদ্ধ হয়।
তৃতীয় পক্ষের বিজ্ঞাপন:
এই সাইটে তৃতীয় পক্ষের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ থাকবে। এর ফলে তার unique cookies এর সাহায্যে আপনার ব্রাউজারের মাধ্যমে আপনার সিস্টেমের কোন তথ্য সংগ্রহ করতে পারে যা আপনার জন্য ক্ষতিকর নয়। এই তথ্য ব্যবহার করে আমাদের সাইট ব্যবহারের সময় আপনার পছন্দনীয় কোন বিষয় জেনে নেওয়া যাবে যাতে সে অনুযায়ি বিজ্ঞাপন দেওয়া যায়। তৃতীয় পক্ষের এই বিজ্ঞাপনের উপর আমাদের নিজস্ব কোন নিয়ন্ত্রণ থাকবে না।
যেমন google adsense এর বিজ্ঞাপন cookies ব্যবহার করে থাকে যা আপনি ভিজিটের সময় দেখতে পারেন।
আমরা কতক্ষণ আপনার তথ্য সংরক্ষণ করতে পারি?
এর কোন সুনির্দিষ্ট মেয়াদ নেই। আমারা যতক্ষণ প্রয়োজন মনে করব ততক্ষণ পর্যন্ত সংরক্ষণ করব। যেমন, আপনি যখন কোন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন, সেটি প্রথমে moderation এর মাধ্যমে approve করা হবে। তার আগে এটি queue হিসাবে থেকে যাবে। আবার কমেন্ট প্রাসঙ্গিক না হলে আমরা মুছেও ফেলতে পারি।
আপনার তথ্য আমরা কার সাথে share করব?
আপনার ব্যক্তিগত কোন তথ্য কারোও সাথে share করার কোন অভিপ্রায় আমাদের নেই। তবে, আইনগত কোন বিষয় সামনে এলে তখন আইন অনুযায়ি তথ্য share করার বাধ্যবাধকতা থাকবে।
যোগাযোগের ঠিকানা-
৩০১, দক্ষিণ পাইক পারা, মিরপুর-১, ঢাকা-১২১৬।
Email: [email protected]