দোয়া কুনুত বেতরের নামাজে পাঠ করতে হয়। বেতরের নামাজ রাতের নামাজ হিসাবে মুসলিম জাহানের নিকট সমাদৃত। যা এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের পূর্বে যে কোন সময়ে আদায় করা যায়। তবে, উত্তম হলো রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদ নামাজের পর বেতর নামাজ আদায় করা।
দোয়াটি আমাদের প্রত্যেক মুসলমানের জন্য জানা প্রয়োজন। কেননা, বিতর নামাজে দোয়া কুনুত পাঠ নামাজের ওয়াজিবসমুহের মধ্যে গণ্য। নামাজের ওয়াজিব কয়টি ও কি কি – এর উপর অন্য এক পোষ্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেখে নিতে পারেন।
যাহোক, আলোচ্য পোষ্টে মুলত দোয়া কুনুত বাংলা উচ্চারণ এবং দোয়া কুনুত আরবি ও তার অর্থ – এ সব বিষয় নিয়ে কিছু তথ্য উপস্থাপন করা হবে।
তাহলে, শেষ পর্যন্ত সাথেই থাকুন।
Table of Contents
দোয়া কুনুত কি
বেতর নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা মিলানোর পর দাড়ানো অবস্থায় যে দোয়াটি পাঠ করা হয় তাই হলো এই দোয়া।
দোয়া বলতে আমাদের প্রত্যেকেরই একটি ধারণা আছে। তা হলো, মহান আল্লাহ্ তায়ালার নিকট কোন কিছু চাওয়া। আর ’কুনুত’ কথাটি খুব অর্থবোধক একটি শব্দ। যা দ্বারা বুঝায় নিরবত, দাড়ানো, সালাত, ইবাদত বন্দেগি – প্রভৃতি।
তবে, এখানে, দোয়াটি দ্বারা যে কথা বলা উদ্দেশ্য তা হলো – নামাজে দাড়ানো অবস্থায় আল্লাহ্ তায়ালার নিকট চাওয়ার নাম।
দোয়া কুনুত আরবি দেখুন
এই দোয়ার নামে হাদিসে পাকে একাধিক দোয়া রয়েছে। এদের মধ্যে, বহুল ব্যবহৃত দোয়াটি আপনাদের নিকট পেশ করছি যা হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত আছে। নিচে সেই দোয়া কুনুত আরবি তুলে ধরা হলো।
দোয়া কুনুত বাংলা উচ্চারন
দোয়া কুনুত বাংলা উচ্চারণ তাদের জন্য যাদের এখনো আরবি পড়া শিখা হয়নি। তবে, মনে রাখতে হবে, বাংলা অক্ষরে লিখা আরবি শব্দ সঠিক ভাবে উচ্চারণ করা যাবে না। ফলে, অর্থের পার্থক্য হয়ে যাবে। তাই, আপনি দ্রুত আরবি পড়া শিখার প্রত্যয় রাখুন যাতে দোয়া কুনুত আরবি দেখে শিখতে পারেন।
নিচে, দোয়াটির বাংলা উচ্চারণ উপস্থাপন করা হলো-
আল্লাহুম্মা ইন্নাা নাসতা’ইনুকা ওয়া নাসতাগফিরুকা ওয়া নু”মিনুবিকা ওয়া নাতাওয়াক্কালু ’আলাইকা ওয়া নুছনি ’আলাইকাল খাইর; ওয়া নাশকুরুকা ওয়া লাা নাকফুরুকা ওয়া নাখলা’য়ু ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা; আল্লাহুম্মা ইয়্যাকা না’য়্ বুদু ওয়া লাকা নুসাল্লী ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাস’য়া; ওয়া নাহ্ফিদু ওয়া নারজুউ রাহ্ মাতাকা ওয়া নাখ্ শাাা; ‘আযাবাকা ইন্না ‘আযাবাকা বিলকুফফারি মুলহিক্ব।
দোয়া কুনুত অর্থ দেখুন
আরবি অংশ | বঙ্গানুবাদ |
---|---|
আল্লাহুম্মা ইন্নাা নাসতা’ইনুকা | হে আল্লাহ্ আমরা আপনার নিকট সাহায্য চাহিতেছি |
ওয়া নাসতাগফিরুকা | এবং আপনার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি |
ওয়া নু”মিনুবিকা | এবং আপনার উপর বিশ্বাস স্থাপন করিতেছি |
ওয়া নাতাওয়াক্কালু ’আলাইকা | এবং আপনার উপর ভরসা করিতেছি |
ওয়া নুছনি ’আলাইকাল খাইর; | আপনার প্রশংসা করি, আপনার হাতে সমস্ত মঙ্গল |
ওয়া নাশকুরুকা | এবং আপনার শোকর আদায় করি |
ওয়া লাা নাকফুরুকা | এবং আপনার প্রতি অকৃতজ্ঞ হইনা |
ওয়া নাখলা’য়ু ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা | এবং আমরা তাদেরকে পরিহার ও পরিত্যাগ করি যারা আপনার অবাধ্য |
আল্লাহুম্মা ইয়্যাকা না’য়্ বুদু | হে আল্লাহ্ আমরা আপনারই উপাসনা করি |
ওয়া লাকা নুসাল্লী | এবং তোমারই জন্য নামাজ পড়ি |
ওয়া নাসজুদু | এবং তোমাকেই সেজদা করি |
ওয়া ইলাইকা নাস’য়া | এবং আমরা তোমারই দিকে ধাবিত হই |
ওয়া নাহ্ফিদু | এবং আমরা তোমার হুকুম পালনে এগিয়ে যাই |
ওয়া নারজুউ রাহ্ মাতাকা | এবং আমরা তোমার রহমতের আশা করি |
ওয়া নাখ্ শাাা ‘আযাবাকা | এবং তোমার শাস্তির ভয় রাখি |
ইন্না ‘আযাবাকা বিলকুফফারি মুলহিক্ব | নিশ্চই আপনার শাস্তি কাফেরদের জন্য নির্ধারিত। |
আরো দেখুন – দোয়া মাসুরা আরবি, এর বাংলা উচ্চারণ ও অর্থ।
বন্ধুগণ, অদ্যকার পোষ্টে যে সব তথ্য উপস্থাপন করা হলো আশা করি তা আপনার নিকট উপকারি মনে হবে। কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন।