শরীরের কালো দাগ দুর করার ক্রিম এর নাম সঠিকভাবে খুঁজে পেতে অনেক সময় সমস্যায় পরতে হয়। যেমন কোনটির কার্যকারিত কেমন, ভাল কি মন্দ এসব বিষয়ে সিদ্ধান্তহীনতা কাজ করে। আবার সেরা ক্রিমটি জানা গেলেও তা হাতের নাগালে পাওয়া যাবে কিনা সে বিষয়েও থাকে আশংকা।

তাই, এ সব সমস্যা দুর করার জন্য প্রয়োজনীয় কিছু তথ্য উপাত্ত নিয়ে আজকের পোষ্টটি।।

বিভিন্ন কারণে শরীরে কালো স্পট তৈরি হতে পারে। কিন্তু সমস্য হলো একবার স্পট তৈরি হয়ে গেলে তা থেকে সহজে মুক্তি মিলেনা। বিভিন্ন ফার্মেসিতে ওভার দি কাউন্টারে (ওটিসি) প্রচুর পরিমানে প্রোডাক্টস বিক্রি হচ্ছে – এই সমস্যা থেকে পরিত্রানের আশায়। তবে, কাংখিত ফল লাভ বেশীরভাগ সময়ে দুরহ হয়ে যায়।

এজন্য, প্রথমেই যা করণীয় তা হলো – আপনার ত্বকে কালো স্পট হওয়ার কারণ সুনির্দিষ্টভাবে খুঁজে বের করা। যে সব কারণে কালো স্পট তৈরি হয় তার উপর আরেকটি পোষ্টে আলোচনা করা হয়েছে। সেটি দেখে আসলে বিষয়টি আরো বোধগম্য হতে পারে।

তবে, নিজে নিজে কারণ অনুসন্ধান না করাই ভাল। আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আসল বিষয় হলো – কোন সমস্য বা রোগের সঠিক কারণ অনুসন্ধান করা হেলে তার চিকিৎসা হবে সুনির্দিষ্ট এবং কার্যকর।

যাহোক, অদ্যকরা পোষ্টে শরীরের কালো দাগ দুর করার ক্রিম এর নাম নিয়ে আলোচনা করব। সাথে থাকবে কিছু প্রাসঙ্গিক কথা বার্তা।

চলুন দেখে নেয়া যাক।

শরীরের কালো দাগ দুর করার ক্রিম এর নাম

শরীরে কালো দাগ তৈরি হওয়ার কারণ

সাধারণত, শরীরের ত্বকের নিচে যদি মেলানিন নামের পিগমেন্ট অতিরিক্ত মাত্রায় জমা হয়, তাহলে এই সমস্যা দেখা দিতে পারে। চর্মরোগ বিশেষজ্ঞগনের ধারণা মতে, অধিকাংশ ক্ষেত্রে এটি সূর্যালোকের সংস্পর্শ থেকে হয়ে থাকে।

কিন্ত, এর বাইরেও শরীরে কালো স্পট তৈরি হওয়ার পিছনে আরোও কিছু কারণ আছে। যেমন, acne, scars – এসব রোগ হলে এবং যদি আপনার দেহের হরমোন লেভেল পরিবর্তন হয়, তখনও এটি হতে পারে বলে বিশেষজ্ঞগনের অভিমত।

শরীরের ত্বকে যে কোন প্রদাহজনিত কারণে এবং সেখানে চুলকানি বা irritation সৃষ্টি হলে, প্রায়শই এই অবস্থা দেখা দেয়।

মুল কথা হল, আপনাকে কারণ অনুসন্ধান করে সমাধানের পথ বেছে নিতে হবে। তাহলে, সময় ও অর্থ দু’টোরই সাশ্রয় হবে।

যদিও, ত্বকের কালো দাগ সাধারণত: তেমন ক্ষতিকর হয়না, তথাপি এর চিকিসকের পরামর্শ মতে ব্যবস্থা নিতে হবে। কারণ অনেক সময় এটি স্কিন ক্যানসারও হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে skin biopsy করে নিশ্চিত হওয়া যাবে।

শরীরের কালো দাগ দুর করার ক্রিম এর উপর বিশেষজ্ঞ চিকিৎসকগন সচারাচর যে সব প্রোডাক্ট ব্যবহারে উৎসাহিত করেন, তার মধ্যে সবচেয়ে ভাল ফলাফলের কয়েকটি প্রোডাক্ট নিচে বলা হল-

শরীরের কালো দাগ দুর করার ক্রিম এর নাম

ত্বকের কালো দাগ দুর করার নামে বাজারে পণ্যের যথেষ্ট প্রাচুর্যতা রয়েছে। এর মাঝে আপনার জন্য সঠিকটি খুঁজে নেওয়া সত্যিই কঠিন বিষয়। আশংকার বিষয় – অনেক সময় এন্টি এজিং প্রোডাক্টও  এ ক্ষেত্রে চালিয়ে দেয়া হয়।

এজন্য, দেশ-বিদেশের নামি-দামি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ি কালো দাগ দুর করার ক্রিমে কোন কোন উপাদান কার্যকর ভূমিকা রাখতে পারে, তার সারাংশ এখানে তুলে ধরা হলো।

  • এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান অথবা এমন কোন উপাদান যা প্রয়োগের ফলে আক্রান্ত ত্বকে দ্রুত exfoliation হয়। Exfoliation কথাটির অর্থ হল, যে পদ্ধতি ত্বকের কালো স্পটের কোষগুলিকে মরে যেতে সহায়তা করে যাতে নতুন কোষ প্রতিস্থাপনের সুযোগ তৈরি হয়।
  • অন্যান্য উপাদানের মধ্যে নিয়াসিনামাইড (ভিটামিন বি-৩), ল্যাকটিক এসিড, রেটিনল ইত্যাদি। রেটিনল খুব দ্রুত ক্ষতস্থানে নতুন কোষ গজাতে সহায়তা করে। রেটিনলের সাথে সাথে গ্লাইকোলিক এসিডও exfoliation কাজে সহায়তা করে। শরীরের ত্বক যদি রেটিনলের প্রতি সংবেদনশীল হয়, তখন স্বল্পমাত্রায় প্রয়োগ করতে হবে।
  • সংবেদনশীল ত্বকের জন্য কম irritation হয় এমন উপাদান যেমন tranexamic, azelaic acids, salicylic ইত্যাদি উপাদান প্রয়োগ করা যেতে পারে।
  • মৃদু কালো দাগের ক্ষেত্রে ভিটামিন সি অনেক সময় উপকারে আসে।

বাজারে প্রচলিত কালো দাম দুর করা ক্রিম গুলোতে উপরোক্ত উপাদান রয়েছে কিনা তা আপনি চেক করে দেখতে পারেন।

শরীরের কালো দাগ  দুর করার ক্রিম এর নাম

নিচে কয়েকটি সেরা কালো দাগ দুর করার ক্রিম এর নাম উল্লেখ করছি যা আপনি দারাজ বা অ্যামাজন ইন্ডিয়া অথবা অন্য কোন উৎস থেকে সহজেই ক্রয় করতে পারেন।

১. DERMATOUCH Bye Bye Acne Spot Oil-Free Gel – ২০ গ্রাম 

এটি জেল আকারের ক্রিম যার মধ্যে সক্রিয় উপাদান হিসাবে রয়েছে স্যালিসাইলিক এসিড। এটি আপনার শরীরের যে কোন কালো স্পট দুর করে পরিস্কার করে দিবে। আপনি ক্রিমটি নিয়মিত কয়েকদিন ব্যবহার করলেই ভাল ফলাফল পাবেন বলে ধরে নেয়া যায়। কেননা, অ্যামাজন ইন্ডিয়ায় পণ্যটি প্রায় ৬০০ রিভিউ আছে যার গড় সংখ্যা ৫ এর মধ্যে ৫ এর কাছাকাছি।

এর দামও সাধ্যের মধ্যে। মাত্র ৪৪৯ ভারতীয় রুপি।

২. Nivea Men Creme

এই প্রিপারেশন টি পুরুষের জন্য। ইহা তরল প্রকৃতির ঔষধ যার প্যাক সাইজ হলো ১৫০ এম এল। অ্যামাজন ইন্ডিয়ায় পণ্যটির প্রায় ২৫০০০ পজিটিভ রিভিউ দেখা যাচ্ছে। যা থেকে সহজেই অনুমান করা যায় এর ফলাফল কতটা ভাল।

তবে এর দাম কিছুটা বেশী। প্রায় ৩৫০ ভারতীয় রুপি।

৩. Eva Naturals Vitamin C+ Serum

শরীরের কালো দাগ দুর করার ক্রিম এর

অ্যামাজন ওয়বসাইটের প্রায় ২৮,৫০০ জন কাস্টোমারের রিভিউ ডাটা পর্যবেক্ষণ করে দেখা যায়, এই পণ্যের গড় রেটিং হল ৪.৪ স্টার। এর মাধ্যমে পণ্যটির গুনগত মান সহজেই অনুমেয়। এর প্রধান উপাদানসমুহ ভিটামিন সি, নিয়াসিনামাইড এবং রেটিনল যার প্রতিটিই চর্মরোগ বিশেষজ্ঞগণের সুপারিশের অন্তর্ভূক্ত।

৪. Ambi Skincare Fade Cream, Oily Skin, 2 ox (56 g)

শরীরের কালো দাগ দুর করার ক্রিম এর

উপাদান: সক্রিয় উপাদানের মধ্যে এখানে রয়েছে হাইড্রোকুইনোন -২%, অকটিনোক্সেট-২%। এছাড়া নিষ্ক্রিয় উপাদানের মধ্যে Betaine, Cetyl Alcohol, Butylene Glycol, গ্লিসারিন ইত্যাদি উল্লেখযোগ্য।

এই প্রোডাক্টের ব্র্যান্ডের নাম হল Ambi এবং পণ্যটি ক্রিম হিসাবে বাজারজাত করা হয়।

পণ্যের ধরণ: ক্রিম

এই ক্রিম যেভাবে কাজ করে তা নিম্নরুপ:

  • এর মুল উপাদান হাইড্রোকুইনোন প্রায় ৫০ বছর ধরে গোল্ড স্ট্যান্ডার্ড হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। হাইড্রোকুইনোন টাইরোসিনেজ নামের এক এনজাইমের প্রভাব নষ্ট করে যা মেলানিন পিগমেন্ট উৎপাদনে সহায়তা করে। সহজ হিসাব, যত কম মেলানিন উৎপাদন হবে, শরীরে কালো স্পট দূরীকরণে তত সহায়ক হবে।
  • এটি ত্বকের কালো দাগ বিলীন করতে কাজ করে।
  • এখানে আরোও রয়েছে সানক্রিন যা সূর্যালোকের প্রভাব থেকে মুক্ত রাখে।
  • এর মধ্যে উপস্থিত ভিটামিন ই ত্বক নরম ও মসৃন করতে সহায়তা করে।
  • এছাড়া, এখানে থাকে ময়েশ্চারাইজার যা ত্বক স্বাভাবিক রাখতে কাজ করে।

৫. Dark Spot Corrector by Olay

শরীরের কালো দাগ দুর করার ক্রিম এর

এটি অ্যামাজনে বহুল বিক্রি হওয় একটি প্রোডাক্ট যার রেটিং এর সংখ্যা এখন পর্যন্ত ৫০৮১ এবং গড় রেটিং হল ৪.৩। এখানে ৭২ জন ব্যবহারকারি তাদের মতামত ব্যক্ত করেছে। যা পণ্যটির গুনগত মান সম্পর্কে ভাল ধারণার বহি:প্রকাশ।

মূল উপাদান:

  • নিয়াসিনামাইড
  • গ্লিসারিন
  • এলুমিনিয়াম স্টার্চ
  • Panthenol
  • Polyethylene
  • Cyclopentasiloxane ইত্যাদি।

পণ্যটি ক্রিম হিসাবে বাজারজাত করা হয়। যার ওজন .২২ পাউন্ড।

৬. Urban Gabru Insta Glow Fairness Cream

শরীরের কালো দাগ দুর করার ক্রিম এর

এটি আপনার ত্বকের কালো অংশ সাদা করার কাজ ম্যাজিকের মত করে। যার সানক্রিণ সূর্যালোক থেকে ত্বকের সুরক্ষায় সহায়তা করে। এছাড়া, এটি acne নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।

এছাড়া, এখানে আছে ময়েশ্চারাইজার যা ত্বকের শুষ্কতা দুর করে। এটি মান সম্পন্ন উপাদান দিয়ে তৈরি এবং এখানে সালফেট ও paraben মোটেও থাকে না।

এই ক্রিম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। তাই এটি ব্যবহারে সম্পূর্ণ নিরাপদ।

৭. Mamaearth Skin Correc Face Serum

শরীরের কালো দাগ দুর করার ক্রিম এর

শরীরের কালো দাগ দুর করার ক্রিম এর মধ্যে অ্যামাজনে বিক্রি হওয়া পণ্যের মধ্যে এটিও বেশ জনপ্রিয়। এই প্রোডাক্টের মাঝে কাস্টোমারের খুব ভাল ফিডব্যাক ও রেটিং রয়েছে।

এর মুল উপাদানের মধ্যে আছে নিয়াসিনামাইড যা কালো দাগ দুর করার ক্ষেত্রে ভাল ভূমিকা রাখে। এছাড়াও, এখানে আছে এন্টিঅক্সিডেন্ট ও ভিটামিন বি-৩ যা কালো স্পট বিলীন করতে সহায়তা করে।

দুই রানের চিপায় কালো দাগ দূর করার ক্রিম

দুই রানের চিপায় বা লজ্জাস্থানের কালো দাগ সৃষ্টি হলে প্রথমে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরী। কেননা এর কারণ জীবানু গঠিত হতে পারে। বিশেষ করে ফাঙ্গাস থেকে হওয়ার সম্ভাবনা অনেক বেশী থাকে। সে ক্ষেত্রে আপনি এন্টি ফাংগাল ক্রিম ব্যবহার করতে পারেন।

বগলের কালো দাগ দূর করার ক্রিমের নাম

এক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা ভালো।

লজ্জাস্থানের কালো দাগ দূর করার ক্রিম

লজ্জাস্থানের কালো দাগ আর দুই রানের চিপায় কালো দাগ – বিষয়টি একই অর্থ প্রদান করে। তাই নতুন করে কিছু বলার প্রয়োজন মনে করছিনা।

সমাপ্তি

এই নিবন্ধে আমরা শরীরের কালো দাগ দুর করার ক্রিম এর নাম, ব্যবহার ও উপকারিতা সম্পর্কে আলোচনা করেছি। এর মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারেন। তবে, এসব নির্দেশিকা এবং পরামর্শগুলির সাথে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কালো দাগ দুর করার ক্রিম সঠিকভাবে ও সুনির্দিষ্ট মেয়াদে ব্যবহার করতে হবে। চূড়ান্ত ফলাফল পেতে ধৈর্য ধারণ করতে হবে।