শাওমি মোবাইল ফোন খুব পরিচিত একটি নাম। বেশ অল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপি ব্যাপক জনপ্রিয়তা লাভ করতে পেরেছে এই ব্র্যান্ডের স্মার্ট ফোন। আমাদের দেশেও তৈরি হয়েছে এর বিশাল চাহিদা। গুগল কিওয়ার্ড প্ল্যানারে গেলেই দেখা যাবে এর মাসিক সার্চ ভলিউম। যাহোক, আপনি কি শাওমি মোবাইল ফোন কেনার কথা ভাবছেন? তাহলে আপনি সঠিক জাগায় এসে গেছেন। বর্তমান সময়ে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে সতর্ক মানুষেরা যেকোন পণ্য কেনার আগে অনলাইনে রিসার্স করতে ভালবাসে। কারণ, অগ্রিম ধারণা ছাড়া সরাসরি বিক্রয় কেন্দ্রে গিয়ে এত অল্প সময়ের মধ্যে আপনার জন্য সঠিক পণ্যটি খুজে পাওয়া নি:সন্দেহে একটি কঠিন ব্যাপার। তাই, শাওমি মোবাইল ফোন কেনার আগে আসুন জেনে নেই এর বিস্তারিত বিষয়।

এই পোষ্টে আমি আলোচনা করব মুলত: শাওমি মোবাইল ফোনের বিদ্যমান ৩২ টি মডেল নিয়ে। এছাড়া, শাওমির সবচেয়ে কম দামি ফোনের উপর অন্য এক পোষ্টে ছবি এবং কনফিগারেশনসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আলোচ্য পোষ্টে শাওমির প্রত্যেকটি মডেলের সংক্ষিপ্ত কনফিগারেশনসহ কিছু প্রয়োজনিয় তথ্য উল্লেখ করার চেষ্টা করেছি। এগুলিকে আবার প্রাইস রেঞ্জ হিসাবে ভাগ করা হয়েছে যাতে আপনার সাধ্যের ভিতরের চলনসই সেট নির্বাচন করা সহজ হয়।

আসুন শুরু করা যাক মুল আলোচনা।

শাওমি মোবাইল ফোন কখন থেকে যাত্রা শুরু করে?

শাওমি মোবাইল ফোন আজকের বিশ্বের খুব জনপ্রিয় একটি পণ্য যার  নির্মাতা প্রতিষ্ঠানের নাম হল শাওমি কর্পোরেশন। শাওমি কর্পোরেশন একটি চায়না ইলেকট্রনিকস কম্পানি। মোবাইল ফোনের জগতে শাওমি ফোন তেমন পুরানা কোন প্রতিষ্ঠান নয়। এর যাত্রা শুরু হয় এপ্রিল, ২০১০ সালে। শাওমির প্রধান কার্যালয় চীনের রাজধানী বেইজিং-এ। শাওমি কর্পোরেশন স্মার্ট ফোন ছাড়াও অন্যান্য পণ্য যেমন, মোবাইল অ্যাপস, ল্যাপটপ, এয়ার ফোন, ব্যাগ, ফিটনেস সামগ্রি ইত্যাদি উৎপাদন করে থাকে। মোবাইল ফোন চিপস এর সক্ষমতার ভিত্তিতে শাওমি বর্তমানে এপল, স্যামসং এবং হুয়াওয়ের পরেই বিশ্বের চতুর্থ বৃহত্তম কম্পানি।

শাওমি তার প্রথম স্মার্ট ফোনটি ২০১১ সালে আগষ্ট মাসে বাজারে ছাড়ে। তাদের বাজারজাতকৃত প্রথম ফোনটির মডেল হল Xiaomi Mi 1.  এর পর শাওমি মোবাইল এত দ্রুত চায়নার মার্কেট শেয়ার দখল করে যে মাত্র তিন বছরের মধ্যেই ২০১৪ সালে মোবাইল ফোনের বাজারে চায়নার সেরা কম্পানিতে পরিণত হয়ে যায়। তার পর তারা অ্যামেরিকায় তাদের বাজার সম্প্রসারণ করে এবং সেখানেও খুব দ্রুততার সাথে খুব ভাল সাড়া মেলে। শাওমি কর্পোরেশন স্মার্ট ফোনের জগতে ২০১৮ সালের মাঝামাঝিতে বিশ্বের চতুর্থ বৃহত্তম নির্মাতা প্রতিষ্ঠান হিসাবে বাজারে স্থান দখল করতে সমর্থ হয়। ভারত বর্ষেও শাওমি ব্র্যান্ডের মোবাইল ফোন বাজারের দ্বিতীয় অবস্থানে রয়েছে।

শাওমি মোবাইল ফোনের এত দ্রুত সাফল্যের কারণ কি?

শাওমি কর্পোরেশনের এই অভূতপূর্ব সাফল্যের পিছনের কয়েকটি কারণ রয়েছে। তা হল, তারা মোবাইল ফোন কম থেকে বেশি দামের বিভিন্ন রেঞ্জের মধ্যে তৈরি করেছে। বাংলাদেশেও রয়েছে তাদের প্রায় ৩২ টি মডেলের ফোন। শাওমি ফোনের সফ্টওয়ার এবং হার্ডওয়ার খুবই মান সম্পন্ন এবং টেকসই। গ্রাহক আকর্ষণের বিষয়টি মাথায় নিয়ে তারা কম দামের মধ্যে খুব সন্দর স্পেসিফিকেশনের মোবাইল ফোন নিয়ে এসেছে। ১০০০০ টাকার মধ্যে শাওমির কমদামি ফোনগুলো অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বেশ টেকসই বলা চলে। তাদের ব্যাটারি এবং ক্যামেরার কার্যকারিতাও বেশ ভাল মানের। এছাড়ও শাওমি মোবাইল ফোনের ডিজাইনও বেশ লক্ষণীয়। অধিকন্তু তারা বিভিন্ন অঞ্চল এবং বাজেট গ্রুপ বিবেচনা করে কাস্টমারের চাহিদা পূরণের জন্য সমীক্ষা কার্যক্রমের ভিত্তিতে এরকম মোবাইল ফোন বাজারে দিতে পেরেছে। এসব কারণেই এত অল্প সময়ের ভিতরে তারা এই বিশ্ময়কর সাফল্য অর্জন করতে পেরেছে।

পরবর্তিতে শাওমি বিভিন্ন ধরনের কনজিউমার ইলেক্ট্রনিকস পণ্য তৈরি শুর করে।

বাংলাদেশে শাওমি মোবাইল ফোনের অগ্রযাত্রা

আগষ্ট ১০, ২০১৬ খ্রি. তারিখে গ্রামীন ফোন কর্পোরেট অফিসে একটি সম্মেলনের মাধ্যমে শাওমি কম্পানি বাংলাদেশের তাদের প্রস্তুতকৃত মোবইল ফোনের বাজারজাত শুরু করে। মাত্র চার বছর হয়ে গেল। তখন তারা তাদের অথারাইজড ডিস্ট্রিবিউটর, সোলার ইলেক্ট্রো বিডি এবং গ্রামীন ফোনকে সাথে নিয়ে স্মার্টফোনের মাত্র তিনটি মডেল নিয়ে যাত্রা শুরু করে। তার পর থেকে বাংলাদেশের গ্রাহকের নিকট থেকে একটি তাৎপর্যপূর্ণ পর্যায়ের সাড়া পেতে তাদের ছয় মাসের বেশী সময় লাগেনি। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বাজারে তারা নিয়ে আসে Xiaomi Redmi Note 4 মডেলের একটি স্মার্ট ফোন। নিম্ন- মধ্যম ক্যাটাগরির এই ফোনটি তখন বাংলাদেশের কাস্টমারদের নিকট ব্যাপক সাড়া ফেলে। ফোনটির মার্জিত ডিজাইনের ভিতর রয়েছে একটি বৈচিত্রময় বহুমুখী কাজের বৈশিষ্ট। কম দামের ভিতর এত সুন্দর কর্মক্ষমতার জন্য বাজার দখল করতে তাদের তেমন কোন বেগ পেতে হয়নি। এর পর তারা আরোও চিত্তাকর্ষক ও দৃষ্টিনন্দন মডেলের স্মার্টফোন নতুন গ্রাহক তৈরির জন্য বাজারে আনা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায়, ২০১৮ সালের শুরু থেকে শাওমি মোবাইল ফোন অনলাইনে সবচেয়ে বেশী সার্চ করার তথ্য পাওয়া যায়। স্যামসঙ্গ, সিমফনি এবং হুয়াওয়ের মত নামী দামি ব্র্যান্ডের ফোনও এর পিছনে পড়ে যায়। তারপর, জুলাই ১৭, ২০১৮ তারিখ থেকে শাওমি তার নিজস্ব ব্র্যান্ড এনটিটি নিয়ে অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে প্রবেশ করে। এখন তারা কোন পরিবেশক ছাড়া নিজেরাই বাংলাদেশের তাদের পণ্য বাজারজাত করছে। সাম্প্রতিক সময়ে বাজারে তাদের অন্যতম সেরা এবং প্রতিষ্ঠিত মডেলের ফোন হল Mi A2 Lite, Redmi 6, Redmi 6A, Redmi S2.  নিকট ভবিষ্যতে শাওমির বাংলাদেশে ম্যানুফ্যাকটারিং ইউনিট চালুর সম্ভাবনা থাকতে পারে।

শাওমি ফোনের বিভিন্ন মডেলের তুলনামুলক চিত্র

ক্যামেরা (মেগা পিক্সেল)র‌্যাম ও রম (জিবি)সিপিইউঅপারেটিং সিস্টেমডিসপ্লে সাইজ ও ব্যাটারিদাম
শাওমি রেডমি গোসামনের- ৫

পিছনে- ৮

র‌্যাম- ১

রম- ৮

স্ন্যাপড্রাগন ৪২৫এনরয়েড অরিও ভার্শন 1ডিসপ্লে- ৫

ব্যাটারি- ৩০০০

৳৬৯৯৯
শাওমি রেডমি 7Aসামনে- ৫

পিছনে- ১২

র‌্যাম- ২

রম- ৩২

স্ন্যাপড্রাগন ৮৩৯এনরয়েড Pie 0ডিসপ্লে- ৫.৪৫

ব্যাটারি- ৪০০০

৳১০৪৯৯
শাওমি রেডমি 8Aসামনে- ৮

পিছনে- ১২

র‌্যাম- ২

রম- ৩২

স্ন্যাপড্রাগন ৮৩৯এনরয়েড Pie 0ডিসপ্লে- ৬.২

ব্যাটারি- ৫০০০

৳১০৯৯৯
শাওমি রেডমি 8A Dualসামনে- ৮

পিছনে- ১৩+২

র‌্যাম- ৩

রম- ৩২

স্ন্যাপড্রাগন ৮৩৯এনরয়েড Pie 0ডিসপ্লে – ৬.২

ব্যাটারি- ৫০০০

৳১২৪৯৯
শাওমি রেডমি 7সামনে- ৮

পিছনে- ১২+২

র‌্যাম- ২

রম- ১৬

স্ন্যাপড্রাগন ৬৩২এনরয়েড Pie 0ডিসপ্লে – ৬.২৬

ব্যাটারি- ৪০০০

৳১২৯৯৯
শাওমি রেডমি 10X 4Gসামনে- ১৩

পিছনে- ৪৮+৮+২+২

র‌্যাম- ৪

রম- ১২৮

Media Tec G85এনরয়েড 10ডিসপ্লে – ৬.৫৩

ব্যাটারি- ৫০২০

৳১২৯৯৯
শাওমি রেডমি ৮সামনে- ৮

পিছনে- ১২+২

র‌্যাম- ৩

রম- ৩২

স্ন্যাপড্রাগন ৪৩৯এনরয়েড Pie 0ডিসপ্লে – ৬.২২

ব্যাটারি- ৫০০০

৳১৩৯৯৯
শাওমি রেডমি 9সামনে- ৮

পিছনে- ১৩+৮+৫+২

র‌্যাম- ৩

রম- ৬৪

স্ন্যাপড্রাগন ৪২৫Media Tec G85ডিসপ্লে – ৬.৫৩

ব্যাটারি- ৫০২০

৳১৪৯৯৯
শাওমি রেডমি Y3সামনে- ৩২

পিছনে- ১২+২

র‌্যাম- ৩

রম- ৩২

স্ন্যাপড্রাগন ৬৩২এনরয়েড Pie 0ডিসপ্লে – ৬.২৬

ব্যাটারি- ৪০০০

৳১৪৯৯৯
শাওমি Poco M2 Proসামনে- ১৩

পিছনে- ৪৮+৮+২+২

র‌্যাম- ৩

রম- ৩২

স্ন্যাপড্রাগন ৬৬৫এনরয়েড ১০ডিসপ্লে – ৬.৬৭

ব্যাটারি- ৫০০০

৳১৬০০০
শাওমি রেডমি নোট ৮সামনে- ৮

পিছনে- ১৩+৮+৫+২

র‌্যাম- ৩

রম- ৬৪

স্ন্যাপড্রাগন ৬৬৫এনরয়েড Pie 0ডিসপ্লে – ৬.৩

ব্যাটারি- ৪০০০

৳১৭৪৯৯
শাওমি রেডমি নোট 7Sসামনে- ১৩

পিছনে- ৪৮+৫

র‌্যাম- ৩

রম- ৩২

স্ন্যাপড্রাগন ৬৬0এনরয়েড Pie 0ডিসপ্লে –  ৬.৩

ব্যাটারি-  ৪০০০০

৳১৭৯৯৯
শাওমি রেডমি নোট 9সামনে- ১৩

পিছনে- ৪৮+৮+২+২

র‌্যাম- ৪

রম- ১২৮

স্ন্যাপড্রাগন ৬৬৫Media Tec G85ডিসপ্লে –  ৬.৫৩

ব্যাটারি- ৫০২০

৳১৯৯৯৯
শাওমি Mi A3সামনে- ৩২

পিছনে- ৪৮+৮+২

র‌্যাম- ৪

রম- ৬৪

স্ন্যাপড্রাগন 66৫এনরয়েড Pie 0ডিসপ্লে –  ৬.০১

ব্যাটারি- ৪০৩০

৳২০৯৯৯
শাওমি রেডমি Note 7 Proসামনে- ১৩

পিছনে- ৪৮+৫

র‌্যাম- ৪

রম- ৬৪

স্ন্যাপড্রাগন 675এনরয়েড Pie 0ডিসপ্লে –  ৬.৩

ব্যাটারি- ৪০০০

৳২১৯৯৯
শাওমি রেডমি Note 9Sসামনে- ১৬

পিছনে- ৪৮+৮+২+২

র‌্যাম- ৪

রম- ৬৪

স্ন্যাপড্রাগন 720Gএনরয়েড 10ডিসপ্লে – ৬.৬৭

ব্যাটারি- ৫০২০

৳২২৯৯৯
শাওমি Mi 9 Liteসামনে- ৩২

পিছনে- ৪৮+৮+২

র‌্যাম- ৬

রম- ৬৪

স্ন্যাপড্রাগন 710এনরয়েড Pie 0ডিসপ্লে –  ৬.৩৯

ব্যাটারি- ৪০৩০

৳২৩০০০
শাওমি রেডমি K30i 5Gসামনে- ২০+২

পিছনে- ৪৮+৮+২+২

র‌্যাম- ৬

রম- ১২৮

স্ন্যাপড্রাগন 765Gএনরয়েড 10ডিসপ্লে –  ৬.৬৭

ব্যাটারি- ৪৮০০

৳২৩৫০০
শাওমি রেডমি K30 5Gসামনে- ২০+২

পিছনে- ৬৪+৮+২+২

র‌্যাম- ৬

রম- ১২৮

স্ন্যাপড্রাগন 768Gএনরয়েড 10ডিসপ্লে –  ৬.৬৭

ব্যাটারি- ৪৫০০

৳২৪০০০
শাওমি রেডমি Mi 9Tসামনে- ২০

পিছনে- ৬৪+৮+১৩

র‌্যাম- ৬

রম- ৬৪

স্ন্যাপড্রাগন 730এনরয়েড Pie 0ডিসপ্লে – ৬.৩৯

ব্যাটারি- ৪০০০

৳২৪০০০
শাওমি রেডমি Note 7 Proসামনে- ২০

পিছনে- 64+8+2+2

র‌্যাম- ৬

রম-৬৪

 Media Tec G90T Media Tec G90Tডিসপ্লে –  ৬.৫৩

ব্যাটারি- ৪৫০০

৳২৪৯৯৯
 শাওমি রেডমি Note 9 Proসামনে-১৬

পিছনে-64+8+2+2

র‌্যাম- ৬

রম- ৬৪

স্ন্যাপড্রাগন 720Gএনরয়েড 10ডিসপ্লে – ৬.৬৭

ব্যাটারি- ৫০২০

৳২৬৯৯৯
শাওমি Poco X2সামনে- ২০+২

পিছনে-64+8+2+2

র‌্যাম- ৬

রম- ১২৮

স্ন্যাপড্রাগন 730Gএনরয়েড 10ডিসপ্লে – ৬.৬৭

ব্যাটারি- ৪৫০০

৳২৬০০০
শাওমি রেডমি Note 9 Pro Maxসামনে- ৩২

পিছনে- 64+8+2+2

র‌্যাম- ৮

রম- ১২৮

স্ন্যাপড্রাগন 720Gএনরয়েড 10ডিসপ্লে – ৬.৬৭

ব্যাটারি- ৫০২০

৳২৮০০০
শাওমি রেডমি Mi 9T Proসামনে- ২০

পিছনে- 64+8+13

র‌্যাম- ৬

রম- ১২৮

স্ন্যাপড্রাগন 885এনরয়েড Pie v9.0ডিসপ্লে – ৬.৩৯

ব্যাটারি- ৪০০০

৳৩৩৫০০
শাওমি Mi Note 10 Liteসামনে- ১৬

পিছনে-64+8+2+2

র‌্যাম- ৬

রম- ১২৮

স্ন্যাপড্রাগন 730Gএনরয়েড 10ডিসপ্লে – ৬.৪৭

ব্যাটারি- ৫২৬০

৳৩৭৫০০
শাওমি রেডমি Mi Note 10সামনে- ৩২

পিছনে- 108+12+8+20+2

র‌্যাম- ৬

রম- ১২৮

স্ন্যাপড্রাগন 730Gএনরয়েড Pie v9.0ডিসপ্লে – ৬.৪৭

ব্যাটারি- ৫২৬০

৳৩৯০০০
শাওমি Black Shark 3সামনে- ২০

পিছনে- 64+13+5

র‌্যাম- ৮

রম- ১২৮

স্ন্যাপড্রাগন 865 এনরয়েড 10ডিসপ্লে – ৬.৬৭

ব্যাটারি- ৪৭২০

৳৪৩০০০
শাওমি Poco F2 Proসামনে- ২০

পিছনে-64+5+13+2

র‌্যাম- ৬

রম- ১২৮

স্ন্যাপড্রাগন 865Gএনরয়েড 10ডিসপ্লে – ৬.৬৭

ব্যাটারি- ৪৭০০

৳৪৬০০০
শাওমি রেডমি Mi Note 10 Proসামনে-৩২

পিছনে-108+12+8+20+2

র‌্যাম- ৮

রম- ২৫৬

 স্ন্যাপড্রাগন 730Gএনরয়েড Pie v9.0ডিসপ্লে – ৬.৪৭

ব্যাটারি- ৫২৬০

৳৪৬০০০
শাওমি Mi 10সামনে- ২০

পিছনে- 108+13+2+2

র‌্যাম- ৮

রম- ১২৮

স্ন্যাপড্রাগন 865এনরয়েড 10ডিসপ্লে – ৬.৬৭

ব্যাটারি- ৪৭৮০

৳৫৬৫০০
শাওমি Black Shark 3 Proসামনে- ২০

পিছনে- 64+13+5

র‌্যাম- ৮

রম- ২৫৬

 স্ন্যাপড্রাগন 865এনরয়েড 10ডিসপ্লে – ৬.৬৭

ব্যাটারি- ৫০০০

৳৫৮০০০