সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ

সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ – বিষয়টি নিয়ে এই লেখা। মহান আল্লাহ্ তা’য়ালার নিকট ক্ষমা চাওয়ার সায়্যিদুল ইস্তেগফার এর এই দোয়াটি বেশ ফজিলতপূর্ণ যা হাদিসের কিতাব দিয়ে প্রমানিত।

ক্ষমা প্রার্থনার ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি ও সরল পদ্ধতি হচ্ছে এই সাইয়েদুল ইস্তিগফার। যদি এটিকে রোগ নিরাময়ের ঔষধের সাথে তুলনা করা হয় তাহলে বলা যায় এটি একটি মহা ঔষধ। কেননা এটি পড়ার দ্বারা সকল গুনাহ্ মাফ হয়ে যায়।

তবে, একটি কথা খুব গুরত্বপূর্ণ। তা হলো, যে কোন আমল নিয়মিত করা মহান আল্লাহ্ তা’য়ালার কাছে খুব পছন্দ। তাই, সায়্যিদুল ইস্তেগফার এর শিখে এটি নিয়মিত আমল করতে পারা আমাদের জন্য হবে সৌভাগ্যের বিষয়।

অদ্যকার এই পোষ্টে Sayyidul Istighfar Bangla (সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ) ও সায়্যিদুল ইস্তেগফার এর ফজিলত নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক।

Sayyidul Istighfar Bangla : সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ

আল্লাহুম্মা আন্তা রব্বিলা ইলাহা ইল্লা আন্তাখলাকতানি ওয়া আনা আবদুকাওয়া আনা আলা আহদিকাওয়া ওয়াদিকা মাসতাতাতুআউজুবিকা মিন শাররি মা সনাতুআবুউ লাকা বিনিমাতিকা আলাইয়াওয়া আবুউ লাকা বিজাম্বিফাগফির লিফা ইন্নাহু লা ইয়াগফিরুজজুনুবা ইল্লা আন্তা।

সাইয়েদুল ইস্তেগফার ছবি: সাইয়েদুল ইস্তেগফার আরবি

সাইয়েদুল ইস্তেগফার আরবি এর দোয়াটি আরবি ভাষা য় নিচে দেয়া হলো। সঠিক আরবি উচ্চারণসহ দোয়াটি পড়া শিখতে হবে। ধরুন, আপনি কোন অধিপতির নিকট একটি আবেদন করলেন। যদি সেখানে বানান ভুল থাকে তাহলে আপনার সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়ে যাবে।

আর এসব দোয়ার মাধ্যমেও সমস্ত বিশ্ব ব্রম্মান্ডের প্রতিপালক মহান আল্লাহ্ তা’য়ালর নিকট ক্ষমার আবেদন পেশ করা হচ্ছে। তাই, এর উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে সেটি আমাদের জন্য দুর্ভাগ্য।

তাই, একজন মুসলিম হিসাবে আরবি ভাষার সঠিকভাবে পড়া ও বুঝার জন্য আমাদের চেষ্টা করা উচিত। নিচে সাইয়েদুল ইস্তেগফার ছবি দিয়ে উপস্থাপন করা হলো।

Sayyidul Istigfar Bangla

সাইয়েদুল ইস্তেগফার অর্থ সহ জেনে নিন

হে আল্লাহ! আপনি আমার রব, পালনকর্তা। আপনি ছাড়া কেউ আমাকে সৃষ্টি করেনি। আমি আপনার গোলাম। আমি আমার সাধ্যমত আপনার হেদায়েত ও অঙ্গীকারের উপর দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার নিকটে আশ্রয় চাচ্ছি। আমি আমার উপরে আপনার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের কাথা স্বীকার করছি। কাজেই, আপনি আমাকে ক্ষমা করুন। কেননা আপনি ছাড়া পাপ মোচন করার আর কেউ নেই।

সাইয়েদুল ইস্তেগফার এর ফজিলত

মহান আল্লাহ্ তায়ালার রাসুল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাসের সাথে ‍সায়্যিদুল ইসতিগফার এর এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে অথবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতি।

সুত্র: [105] . বুখারী, মিশকাত হা/২৩৩৫ ‘দো‘আ সমূহ’ অধ্যায়-৯, ‘ইস্তিগফার ও তওবা’ অনুচ্ছেদ-৪।

সাইয়েদুল ইস্তেগফার দোয়া : sayyidul istighfar dua

সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ উপরে ‍উল্লেখ করা হয়েছে। সেখান থেকে Sayyidul Istighfar Dua টি দেখে নিতে পারেন।

সাইয়েদুল ইস্তেগফার সম্পর্কে হাদিস

সাইয়েদুল ইস্তেগফার সম্পর্কে হাদিস উপরে উল্লেখ করা হয়েছে। সেখান থেকে দেখে আসতে পারেন।

সাইয়েদুল ইস্তেগফার পড়ার নিয়ম

সাইয়েদুল ইস্তেগফার দোয়া দৈনিক ফজর নামাজের পর এবং মাগরিবের নামাজের পর কমপক্ষে একবার করে পড়ে নিবেন।

উপসংহার

Sayyidul Istighfar Bangla শীরোনামে রচিত পোষ্টের কথাগুলোর উপর কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ করছি।

Exit mobile version