Ielts academic reading বিষয়ে কি কি ধরণের প্রশ্ন ব্যবহৃত হয় সে সম্পর্কে Ielts পরীক্ষার্থিদের পানির মত পরিস্কার একটি ধারণা থাকতে হবে। না হলে, আপনি ভাল করতে পারবেন কিনা সন্দেহ থেকে যায়। এই মডিউলে সচারাচর যে সব ধরণের প্রশ্ন হয়ে থাকে ঐ প্রশ্নগুলি সম্পর্কে প্রথমেই আপনাকে পরিচিতি লাভ করতে হবে। এরপর, আপনাকে কোন ধরণের প্রশ্ন কিভাবে উত্তর করতে হয় তার কৌশল রপ্ত করতে হবে।
প্রশ্নের ধরণ ও কৌশল শিখে নেওয়ার পর সব শেষে যে জিনিসটি সবচেয়ে গুরত্বপূর্ণ তা হল চর্চা বা practice. যেমন আমরা জানি কোন কিছু বাস্তাবে চর্চা বা practical করার জন্য প্রথমে তাত্ত্বিক বা theoretical জ্ঞান অর্জন করতে হয়। তা না হলে, আপনি কি করতে চাচ্ছেন তা আপনার নিকট পরিস্কার হবে না। তাই যে কোন বিষয়ের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরণের জ্ঞান অর্জন করা অপরিহার্য।
Ielts academic reading বিষয়ে প্রশ্নের ধরণ ও কৌশল সম্পর্কে জানা তাত্ত্বিক জ্ঞানের ভিতর শামীল। তারপর, এর ব্যবহারিক অধ্যায় শুরু হবে তখন থেকে যখন আপনি চর্চা করা শুরু করবেন। মনে রাখতে হবে, আপনি যত বেশী চর্চা করবেন, আপনি এর উপর তত অভিজ্ঞ হবেন।
এজন্যই, এই আর্টিকেলে আমি মুলত: Ielts academic reading এর তাত্ত্বিক জ্ঞান লাভের অংশ হিসাবে প্রথমেই আমি academic reading এর প্রচলিত যে সব ধরণের প্রশ্ন হয়ে থাকে তা নিয়ে আলোচনা করব।
আর একটি কথা বাজারে খুব প্রচলিত, তা হল – Ielts পরীক্ষার্থিদের নিকট academic reading মডিউলটি নাকি সবচেয়ে কঠিন মনে হয়। কথাটি তাদের বেলায় প্রযোজ্য হতে পারে যারা তাত্ত্বিক জ্ঞান লাভের পূর্বেই ব্যবহারিক জগতে গিয়ে চর্চা শুরু করে দেয়। আপনি যদি সঠিক নিয়ম মেনে অগ্রসর হন, তাহলে এটি আপনার নিকট মোটেও কোন কঠিন ব্যাপার হবে না।
আবারোও বলছি, ielts জগতে সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয় দু’টি, তা হল প্রথমে কৌশল সম্পর্কে জানা, তার পর চর্চা শুরু করে দেওয়া।
Ielts academic reading টেষ্টে কি কি ধরণের প্রশ্ন হয়ে থাকে তার আলোচনার পূর্বে Ielts academic reading test এর ফরম্যাট সম্পর্কে কিছু বলে রাখা ভাল।
Ielts academic reading test এর ফরম্যাট: এখানে মোট তিনটি reading passage দেওয়া থাকে। প্রতি passage ৩-৪ বা ৪-৫ ধরণের প্রশ্নের সমন্বয়ে কমপক্ষে ১৩ টি করে প্রশ্ন থাকে। এভাবে তিনটি passage থেকে মোট ৪০ টি প্রশ্নের উত্তর করতে হয়। Passage গুলি বোঝার জন্য কোন বিশেয়ায়িত জ্ঞানের প্রয়োজন হয়না। Passage এর content এমনভাবে নির্বাচন করা হয় যা সবশ্রেনীর মানুষের নিকট বোধগম্য হয়। সাধারণত: পত্রিকার কোন নিউজ আর্টিকেল বা জার্নাল থেকে এগুলো সংগ্রহ করা হয়।
প্রতিটি passage এর জন্য ২০ মিনিট করে মোট ৬০ মিনিট সময় দেওয়া থাকে। এর মধ্যে আপনাকে তিনটি passage এর মোট ৪০ টি প্রশ্নের উত্তর করতে হবে। এই ৪০ টি প্রশ্নের উত্তর নির্ধারিত সময়ে দিতে হলে আপনাকে time management –এ খুব দক্ষ হতে হবে।
আরোও দেখুন ietls reading পরক্ষায় সময় কিভাবে manage করতে হয়।
এবারে চলুন মুল আলোচনায়।
Table of Contents
একাডেমিক রিডিং টেষ্টে কি কি ধরণের পশ্ন হয়?
Matching Headings
পরীক্ষার্থিদের heading এর একটি তালিকা দেওয়া হয় যা সাধারণত: ছোট হাতের রোমান অক্ষরে উল্লেখ থাকে যেমন, I, ii, iii, iv, ইত্যাদি। অপরদিকে reading passage এর paragraph সমুহ A, B, C, D, E ইত্যাদি নামে বিদ্যমান থাকে। প্রশ্নের ভিতর প্রশ্ন নম্বরের পর paragraph এর নাম উল্লেখ থাকে। প্রশ্ন অনুযায়ি reading passage এর সুনির্দিষ্ট paragraph, রোমান অক্ষরে চিহ্নিত কোন heading এর সাথে match হয়, তা আপনাকে বলে দিতে হবে। সেভাবে উত্তরপত্রের বক্সে heading এর বিপরীতে শুধু রোমান অক্ষরটি বসাতে হবে।
Heading সমুহ সাধারণত: reading passage এর paragraph বা section সমুহের main idea উপস্থাপন করে থাকে। এখানে, এক একটি paragraph এর supporting idea সমুহকে main idia থেকে পৃথক করার মত একটি দক্ষতা আপনাকে অর্জন করতে হবে।
Identifying Information
এখানে প্রশ্ন আকারে অনেকগুলো statement দেওয়া থাকে। আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই statements সমুহ reading passage এর তথ্যের সাথে agree করে কিনা। তখন আপনাকে true, false, not given এর মধ্য থেকে যে কোন একটিকে এর উত্তর হিসাবে বেছে নিতে হবে।
এই ধরণের প্রশ্নের উদ্দেশ্য হল, তথ্যের যে অংশটি সুনির্দিষ্টভাবে reading passage এ সরবরাহ করা হয়েছে, তা বুঝার মত ইংরেজি দক্ষতা আপনার আছে কিনা তা যাচাই করা।
- কখন true লিখবেন?
যদি প্রশ্নের statement, reading passage এর তথ্যের সাথে agree করে; তখন true লিখতে হবে।
- কখন false হবে?
যদি প্রশ্নের statement, reading passage -এ উল্লেখিত তথ্যের বিপরীত হয়; তখন false হবে।
- Not given কখন হবে?
এটি তখন হবে যখন প্রশ্নে উল্লেখিত statement টি reading passage এর তথ্য অনুযায়ি নিশ্চিত করা না যায় এবং একই সাথে প্রশ্নের statement টি যদি reading passage এর তথ্যের সাথে বিপরীত অর্থ প্রকাশ না করে।
Multiple Choice
এই ধরণের পশ্ন উত্তরের সময় পরীক্ষার্থিদের কয়েকটি বিকল্প থেকে সবচেয়ে ভাল উত্তরটি বেছে নিতে হয়। অনেক সময় চারটি বিকল্প উত্তর A, B, C, D আকারে থাকতে পারে যেখান থেকে আপনাকে একটি উত্তর পছন্দ করার কথা বলতে পারে। আবার পাঁচটি যেমন A, B, C, D, E এমনকি সাতটি যেমন A, B, C, D, E, F, G বিকল্পও থাকতে পারে যেখান থেকে আপনাকে সবচেয়ে ভাল উত্তর পাঁচটি থেকে দু’টি এবং সাতটি থেকে তিনটি বেছে নেওয়ার নির্দেশনা দেওয়া থাকতে পারে। এজন্য, উত্তর লেখার পূর্বে প্রশ্নের নির্দেশনা খুব ভাল করে পড়ে নেওয়া চাই।
উত্তর দেওয়ার সময় আপনাকে বিভিন্ন বিকল্প যা A, B, C, D, E ইত্যাদি আকারে বিদ্যমান থাকে সেখান থেকে সবচেয়ে ভাল যে উত্তর নির্বাচন করার পর উত্তরপত্রে শুধু ঐ উত্তরের জন্য ব্যবহৃত ইংরেজি বড় হাতের অক্ষরটি লিখতে হবে। যেমন, A, B, C, D, E ইত্যাদি বিকল্প থেকে আপনার নিকট C উত্তরটি সবচেয়ে ভাল মনে হয়েছে। তখন আপনি সেই প্রশ্নের জন্য উত্তরপত্রে শুধু C লিখতে হবে। তাতেই উত্তর হয়ে যাবে।
Identifying writer’s views/claims
ইহা Identifying Information এর মত বলা চলে। এখানেও প্রশ্ন আকারে কয়েকটি statement দেওয়া থাকে যার মাধ্যমে জিজ্ঞাসা করা হয়, উক্ত statements সমুহ reading passage -এ writer এর মতামত বা দাবীর সাথে agree করে কিনা। তখন, এর উত্তরে আপনাকে yes, no, not given এর মধ্য থেকে যে কোন একটিকে বেছে নিতে হবে।
এই ধরণের প্রশ্নের উদ্দেশ্য হল, writer যে মতামত বা ধারণা passage এর মধ্যে ব্যক্ত করেছে সে সম্পর্কে পরীক্ষার্থি কতটুকু সনাক্ত করতে সমর্থ হয়, তা যাচাই করা।
- Yes কখন হবে?
যদি প্রশ্নের statement, writer এর মতামতের সাথে agree করে; তখন yes লিখতে হবে।
- কখন no হবে?
যদি প্রশ্নের statement, writer এর মতামত বা দাবীর সাথে পরিস্কারভাবে disagree করে; তখন no হবে।
- Not given কখন হবে?
এটি তখন হবে যখন প্রশ্নে উল্লেখিত statement টি writer এর মতামতকে সমর্থন করেনা এবং একই সাথে বিপরীত অর্থও প্রকাশ করে না।
Matching features
প্রশ্নের ধরণ ও ফরমেট: এই টেষ্টে কতগুলি statement বা তথ্যের অংশবিশেষ দেওয়া থাকে এবং একই সাথে এই statement এর বিপরীতে কতগুলি option দেওয়া হয় যা A, B, C, D, E ইত্যাদি আকারে উল্লেখ থাকে। statement গুলো হল প্রশ্ন যা passage এর text থেকে নেওয়া হয়। আর option গুলো হচ্ছে feature. Statement এর সাথে যে optionটি match হয় তা উত্তর হিসাবে লিখতে হয়। উত্তর লিখার সময় ঐ option এর নাম্বার হিসাবে যে ইংরেজি অক্ষর থাকে তা লিখতে হয়।
উদাহারণ স্বরুপ, statement হিসাবে কিছু গবেষণার ফলাফল দেওয়া হতে পারে যেখানে option হিসাবে থাকতে পারে কয়েকজন গবেষকের নাম। আপনার কাজ হবে কোন গবেষণার ফলাফল কোন গবেষকের তা match করে উত্তর দেওয়া। আবার একটি age group এর সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট match করা বা কোন ঐতিহাসিক ঘটনা কোন সময়ে সংগঠিত হয়েছে তা match করার কথা বলা থাকতে পারে।
সাধারণত: option এর সংখ্যা statement বা প্রশ্নের তুলনায় বেশি দিতে পারে ফলে অতিরিক্ত option উত্তর দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবেনা। আবার কোন option একাধিকবার উত্তর হিসাবে ব্যবহৃত হতে পারে। এজন্য, উত্তর দেওয়ার আগে প্রশ্নের নির্দেশনা খুব ভাল করে পড়ে বুঝে নিতে হবে।
এই টেষ্টে কোন বিষয়কে focus করা হয়?
এই ধরণের প্রশ্নের মাধ্যমে পরীক্ষার্থির সামর্থ যাচাই করা হয় এভাবে যে, পরীক্ষার্থি passage –এ উল্লেখিতি দু’টি ঘটনার মধ্যে সম্পর্ক বা যোগসুত্র সনাক্ত করতে পারে কিনা। এছাড়াও, কোন মতামত বা থিওরি থাকলে সেটিও পরীক্ষার্থি খুজে বের করতে পারে কিনা। এ ধরণের প্রশ্নে reading passage ঘটনা সম্বলিত বিবরণ থাকতে পারে বা কোন অভিমতও থাকতে পারে। পরীক্ষার্থিকে স্ক্যানিং ও স্কিমিং প্রক্রিয়ায় reading passage এর মধ্যে সেই ঘটনাকে খুজে বের করতে হবে, তারপর সেটি পড়ে পরিস্কার ধারণা নেওয়ার পর উত্তর নির্বাচন করতে হবে।
Matching Sentence Endings
প্রশ্নের ধরণ ও ফরম্যাট: Reading passage এর text এর উপর ভিত্তি করে কোন sentence এর প্রথম অংশ প্রশ্ন আকারে দেওয়া হয়। তারপর উক্ত sentence এর দ্বিতীয় অংশ খুজে নিতে হয় সম্ভাব্য উত্তরের তালিকা থেকে যা নিচে A, B, C, D, E আকারে উল্লেখ থাকে। প্রশ্নের তুলনায় তালিকায় সম্ভাব্য উত্তরের সংখ্যা বেশী থাকে। সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুধু ইংরেজি অক্ষর যেমন A বা B বা C বসাতে হবে।
এই ধরণের প্রশ্নের মাধ্যমে পরীক্ষার্থি কোন sentence এর main idea বুঝতে পেরেছে কিনা তা যাচাই করা হয়।
Sentence Completion
এখানে sentence বাক্যের শূন্য স্থান পূরণ করতে হয়। শূন্য স্থান পূরণের জন্য আপনাকে reading passage থেকে এক বা একাধিক word বা number খুজে বের করতে হবে। এ ধরণের টেষ্টে প্রশ্নের নির্দেশনায় উল্লেখ থাকে যে আপনি একটি word ব্যবহার করবেন নাকি একাধিক words বা number ব্যবহার করবেন। প্রশ্নে কিভাবে উল্লেখ থাকে তার উদাহারণ –
- “ONE WORD ONLY” অথবা
- “NO MORE THAN TWO WORDS”
আপনি যদি উত্তর দেওয়ার সময় প্রশ্নে উল্লেখিত নির্দেশনার চেয়ে বেশী শব্দ ব্যবহার করেন, তাহলে তা অশুদ্ধ উত্তর হিসাবে ধরা হবে। সংখ্য আপনি অংকে বা কথায় উভয়ভাবেই লিখতে পারেন। এখানে সংকুচিত শব্দ ব্যবহার করা হয় না। হাইফেন বিশিষ্ট শব্দ একক শব্দ রুপে বিবেচনা করা হয়।
এ ধরণে প্রশ্নের মাধ্যমে পরিক্ষার্থি বিস্তারিত বা সুনির্দিষ্ট কোন তথ্য খুজে পায় কিনা তা যাচাই করা হয়।
Summary, note, table, flow-chart completion
এখানে reading passage এর কোন section এর টেক্সট থেকে পরীক্ষার্থিদের একটি summary দেওয়া হয়। পরীক্ষার্থিদের reading passage এর টেক্সট থেকে তথ্য নিয়ে তা সম্পূর্ন করতে বলা হয়। Summary সাধারণত: reading passage এর একটি অংশ মাত্র, পুরো passage নয়। এই জাতীয় প্রশ্নের মধ্যে যে সব তথ্য দেওয়া থাকে তা হতে পারে টেক্সট থেকে নেওয়া কতগুলি connected sentence কে Summary হিসাবে উল্লেখ করা হয়; অথবা যে সব তথ্য দেওয়া হয় সেখানে কতগুলি notes থাকতে পারে; অথবা প্রদত্ত তথ্য টেবিল আকারে উপস্থাপন করা হতে পারে যার কয়েকটি ঘর বা cell খালি বা আংশিক পূর্ণ থাকতে পারে। অথবা flow chart থাকতে পারে যেখানে কতগুলো বক্সের সিরিজ একটি অপরটির সাথে তীর দিয়ে ধারাবাহিকভাবে যুক্ত থাকে। এর মধ্যে কোন কোন বক্স খালি থাকে বা আংশিক পূর্ণ থাকে।
উত্তর খোজার সময় আপনি reading passage –এর ভিতর প্রশ্নের সিরিয়াল অনুযায়ি নাও পেতে পারেন। তবে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় প্রশ্নগুলি reading passage –এর একটি section থেকেই হয়ে থাকে।
উত্তর দেওয়ার সময় দু’টি option থাকে, তা হল হয় আপনাকে reading passage এর text থেকে তথ্য নিয়ে উত্তর লিখতে হবে অথবা আপনাকে উত্তরের একটি সম্ভাব্য তালিকা দেওয়া হতে পারে যেখান থেকে আপনাকে select করতে হবে।
যদি আপনাকে passage থেকে word খুজে নিতে হয় তাহলে আপনি কতগুলি word ব্যবহার করে উত্তর দিবেন সে বিষয়ে প্রশ্নে পরিস্কার নির্দেশনা দেওয়া থাকবে, যেমন- “No MORE THAN THREE WORDS” অথবা “ONE WORD ONLY”. যদি আপনি প্রশ্নের নির্দেশনার চেয়ে অধিক শব্দ ব্যবহার করে উত্তর দেন তাহলে তা ভূল বলে বিবেচিত হবে।
উত্তর দেওয়ার ক্ষেত্রে number লিখতে হলে তা আপনি কথায় বা সংখ্যায় উভয়ভাবেই দিতে পারেন। সংকুচিত শব্দ ব্যবহার করা হয় না। দু’টি শব্দের মাঝে হাইফেন থাকলে তা একক শব্দ হিসাবে ধরা হবে। যদি উত্তর দেওয়ার option হিসাবে প্রশ্নে শব্দের তালিকা দেওয়া থাকে ঐ শব্দ সাধারণত: একক শব্দ আকারে থাকে। কারণ, এই প্রশ্নে কোন ঘটনার সুনির্দিষ্ট তথ্য উত্তর হিসাবে চাওয়া হয়।
এই প্রশ্নের মাধ্যমে reading passage এর কোন section এর main idea বা অনেক সময় উক্ত section সম্পর্কে বিস্তারিত ধারণা সম্পর্কে পরীক্ষার্থির দক্ষতা যাচাই করা হয়। এজন্য, প্রশ্নের শূন্য স্থান পূরণের বেলায় আপনার অধিক সতর্কতা অবলম্বনের প্রয়োজন।
Diagram label completion
Short-answer questions